ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অফার অব দ্য ডে:::

বহনযোগ্য হার্ডডিস্কের দাম কমেছে

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
বহনযোগ্য হার্ডডিস্কের দাম কমেছে

টুইনমস ব্রান্ডের বহনযোগ্য (পোর্টেবল) হার্ডডিস্কের দাম কমানো হয়েছে। এ ব্র্যান্ডের অন্যতম বিপণনকারী স্মার্ট টেকনোলজিস বিডি এ তথ্য জানিয়েছে।



উল্লেখ্য, ৩২০জিবি এবং ৫০০জিবি ধারণমতার ‘হাইপার ড্রাইভ’ নামের এ আলট্রা স্টাইলিশ হার্ডডিস্কগুলো অ্যালুমিনিয়াম কভারে নীল, মেরুন এবং কালো এ তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

ইউএসবি ২.০ ইন্টারফেস বৈশিষ্ট্যের এ হার্ডডিস্কগুলো উইন্ডোজ৭, ভিসতা, এক্সপি২০০০, ম্যাকিনটোশ ১০.৩এক্স এবং লিনাক্স কারনেল ২.৪ অপারেটিং সিস্টেম সমর্থন করে। উল্লেখ্য, ২.৫ ইঞ্চি বিশিষ্ট সাটা প্রযুক্তির এ বহনযোগ্য হার্ডডিস্কগুলোর সঙ্গে থাকছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা।

এ মুহূর্তে ৫০০জিবি হার্ডডিস্কের দাম ৫৪০০ টাকা এবং ৩২০ জিবি হার্ডডিস্কের দাম ৪৪০০ টাকা। অনুসন্ধানে : স্মার্ট টেকনোলজি বিডি। হ্যালো : ০১৭৩০ ৩১৭৭৮৭।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৪৮, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।