ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এ বছরের শীর্ষ উদ্ভাবনার একটি ‘এভারটিউন’

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
এ বছরের শীর্ষ উদ্ভাবনার একটি ‘এভারটিউন’

এ বছরের শীর্ষ উদ্ভাবনায় স্থান পেয়েছে বিচিত্র সব প্রযুক্তিপণ্য। এর মধ্যে আছে বাদ্যযন্ত্রও।

এ উদ্ভাবনা বাদ্যযন্ত্রপ্রেমীদের গিটার পরিচালনা পদ্ধতিকে করেছে সহজবোধ্য।

প্রচলিত পদ্ধতিতে গিটার চালনায় বাদকদের কোনো না কোনো বিষয় নিয়ে বিরক্তিতে পড়তে হয়। গিটার বাদককে সুর পরিচালনায় সার্বক্ষণিক খেয়াল রাখতে হয়। তবে এ কাজ এখন সহজ করে তুলবে এভারটিউন।

গিটার বাদকদের এ কাজগুলো করতে হয় গানের সময়, গাইবার আগে এবং পরে। কিন্তু বাদকরা যদি এভারটিউনের ব্যবহার করে তাহলে গিটার পরিচালনার কাজটা সহজ হয়ে যায়। এ প্রযুক্তিবান্ধব গিটার বাদককে সুর চর্চায় নিবিড়ভাবে সহায়তা করবে। এর ফলে বাদককে বার বার এভারটিউন করার ঝামেলায় পড়তে হবে না।

নতুন ধারার এ সঙ্গীত প্রযুক্তিমাধ্যম শুধু টিউন ঠিক রাখাই নয় বরং কোনো কারণবশত গিটারের টিউনের পরিবর্তন হলে এটা স্বয়ংক্রিয়ভাবেই তার তরঙ্গ বদলে ফেলবে। কসমস লিলিস এবং পাউল ডউড এ দু’জন গবেষক এ প্রযুক্তির উদ্ভাবন করেন।

এটি প্রযুক্তিবান্ধব বাদ্যযন্ত্রটি সবধরনের গিটারের সঙ্গে যুক্ত করা যাবে। এমনকি পুরনো সংস্করণের গিটারেও এ প্রযুক্তি ব্যবহার করা সম্ভব।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।