ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউজার গাইড :

বছরের শুরুতেই ইমেইল সেবা নিয়ে বিপাকে হটমেইল

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
বছরের শুরুতেই ইমেইল সেবা নিয়ে বিপাকে হটমেইল

বছরের শুরুতেই বিতর্কের তোপে পড়েছে হটমেইল। অভিযোগ উঠেছে হটমেইল ব্যবহারকারীদের ইমেইল ইনবক্স থেকে অনেক ইমেইল গায়েব হয়ে যাচ্ছে।

সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

এ অভিযোগ নিয়ে বিপাকে পড়েছে মাইক্রোসফট। উল্লেখ্য, হটমেইল হচ্ছে মাইক্রোসফটের একটি অঙ্গপ্রতিষ্ঠান। মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এটি বড় আকারের কোনো কারিগরি ক্রটি নয়।

সূত্র আরও জানিয়েছে, এরই মধ্যে এ সেবাটির ক্রটি নিয়ে কাজ করছে হটমেইল কারিগরি বিভাগ। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলেও প্রাতিষ্ঠানিক সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, এ মুহূর্তে বিশ্বব্যাপী হটমেইলের ৩৬ কোটি গ্রাহক আছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।