ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

একচার্জে জেনওয়াচ চলবে ৭ দিন!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
একচার্জে জেনওয়াচ চলবে ৭ দিন!

একবার চার্জ দিলেই জেনওয়াচ চলবে ৭ দিন। পরিধেয় পণ্যের জন্য ফিচারটি একেবারে নতুন।

তাইওয়ান-ভিত্তিক প্রযুক্তিপণ্যের নির্মাতা আসুস নতুন স্মার্টওয়াচে বিশেষ এ সুবিধাটি নিয়ে আসছে।

প্রতিষ্ঠানের অ্যানুয়াল পার্টিতে জেনওয়াচ নামে ৭ দিন ব্যাটারি স্থায়ীত্ব বৈশিষ্ট্যযুক্ত পণ্যটি উন্মোচন করা হয়।

জনি শিহ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিজেদের অনন্য আইডিয়ার এই স্মার্টওয়াচ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

আসুসের এ কর্ম পরিকল্পনাকে কিছুটা বেশি উচ্চাকাঙ্খী হিসেবেও দেখা হচ্ছে।

অনেকেই এটি বিস্ময়কর চোখে দেখছে। কিন্তু আসুসের লক্ষ্য অসম্ভবকে সম্ভবে রুপ দেয়া।

বর্তমান ভার্সনের তুলনায় সহকারী পণ্য হিসেবে বিবেচিত এই স্মার্টওয়াচের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং অপারেটিং সিস্টেম আরো সরল হতে হবে। মাত্র দুইদিন নয় এক চার্জে সাত দিন পর্যন্ত যাতে ব্যবহার করা যায় সে উদ্দেশ্যে আগামী স্মার্টওয়াচের পরিকল্পনা করা হয়েছে বলেন জনি শিহ।

অন্যান্য তথ্য অনুয়াযী, ‌এর কাস্টম সফটওয়্যারের জন্য কাস্টম চিপসেট স্থাপন করা হয়েছে। বর্তমানে বিদ্যমান স্মার্টওয়াচগুলোতে ২ কোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন ব্যবহার হয়। কিন্তু আসুসের বিবৃতি অনুযায়ী তারা অ্যাপল পদ্ধতি অনুসরণ করেছে।

এমনকি সফটওয়্যারের সাথে সামঞ্জস্য করে দেয়া হয়েছে হার্ডওয়্যার যা ৭ দিন পর্যন্ত কর্মক্ষম করতে সক্ষম। আসুসের জেনওয়াচে সনির অনুরুপ ই-ইঙ্ক ডিসেপ্লে থাকবে এমনটাও ধারণা করা হচ্ছে।

বর্তমানে অ্যাপল স্মার্টওয়াচ এর ফাঁস হওয়া তথ্য থেকে অনুমান করা যায় এটি বেশ ব্যতিক্রমী।

এছাড়া স্যামসাং এর ওরবিস স্মার্টওয়াচের আগাম তথ্য অনুযায়ী এখনও টাইজানের কাজ শেষ করতে পারেনি তারা।

অনুষ্ঠানে আরো বলা হয়, জেনওয়াচ দিয়ে আসুস প্রমাণ করল যে স্মার্টওয়ার্চ দেখতে সুন্দর হতে পারে। চেয়ারম্যান জানান, এ বছরের শেষ দিকে আসুস আরো কিছু স্মার্টব্র্যান্ড নিয়ে আসার চেষ্টা করছে।

বিশেষজ্ঞদের মতে, বিকাশমুখী অ্যান্ড্রয়েড পণ্যের বাজারে আসুসের নতুন পরিধেয় পন্যটি বিশাল চ্যালেঞ্জ নিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।