ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নীলফামারীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
নীলফামারীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

নীলফামারী: নীলফামারীতে তিন দিনব্যাপী ৩৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন।



নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোশাররফ হোসেন ও ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান আলী শাহ।

বিজ্ঞান মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদুল ইসলাম জানান, ১৭টি প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী উপস্থাপন করেছে মেলায়।  

তিনি আরও জানান, মেলা চলাকালে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও মঞ্চস্থ হবে।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫






বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।