ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওয়ানহাও ব্র্যান্ডের থ্রিডি প্রিন্টার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
ওয়ানহাও ব্র্যান্ডের থ্রিডি প্রিন্টার

ওয়ানহাও ব্র্যান্ডের থ্রিডি প্রিন্টার এসেছে দেশের বাজারে। অসাধারণ এ পণ্যটি এনেছে দেশিয় প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড।

ডি৫এস মিনি মডেলের এই প্রিন্টার যেকোন ত্রিমাত্রিক (থ্রিডি) মডেলকে অত্যন্ত নিখুঁতভাবে প্রিন্ট করতে সক্ষম।

বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মডেল, প্রটোটাইপ মডেল, আর্কিটেকচারাল মডেল কিংবা সৌখিন যেকোন মডেল প্রিন্টের জন্য এটি আবশ্যক ও আদর্শ ডিভাইস।

অটোক্যাড, থিডি এস ম্যাক্স, মায়া সহ বিভিন্ন জনপ্রিয় ও বহুল প্রচলিত সফটওয়্যারে ডিজাইনকৃত মডেল দিয়েই মূলতঃ থ্রিডি প্রিন্ট করা হয়।

দেশর বাজারে ওয়ানহাও এর এই মডেলটির দাম পড়বে দেড় লাখ টাকা।

আরো জানা যাবে এই ‘০২-৮৬৫০১৭৯-৮১’ নাম্বারে।

বাংলাদেশ সময়:  ১৫২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।