ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক ব্যবহারকারী ১৪৪ কোটি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
ফেসবুক ব্যবহারকারী ১৪৪ কোটি

ঢাকা: ফেসবুকের সর্বশেষ প্রান্তিকের মুনাফা নিয়ে ওয়াল স্ট্রিট যে ধারণা করেছিল তা অর্জন করতে না পারলেও, থেমে নেই এর ব্যবহারকারীর সংখ্যা। বরং বিশ্বব্যাপী দিনদিন বেড়েই চলেছে সামাজিক যোগোযোগের অন্যতম এ মাধ্যমের ব্যবহারকারী।



সর্বশেষ তথ্যানুযায়ী, প্রতি মাসে বিশ্বব্যাপী ১৪৪ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। আগের প্রান্তিকেও এর ব্যবহারকারী ছিল ১৩৯ কোটি।

অর্থাৎ চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫ কোটি।

অন্যদিকে, মোবাইলে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫২ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটিতে। এছাড়া ১২৫ কোটি ব্যবহারকারী ডেক্সটপ বা হ্যান্ডসেটের মাধ্যমে নিউজ ফিড যাচাই করেছেন।  

ফেসবুক তার ২০১৫ সালের প্রথম প্রান্তিকের মুনাফার রিপোর্ট প্রকাশ করে বুধবার (২২ এপ্রিল) ।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।