ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘আইসিটি খাতে বাংলাদেশেই বেশি কর‘

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
‘আইসিটি খাতে বাংলাদেশেই বেশি কর‘ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তথ্য প্রযুক্তি ও যোগাযোগ (আইসিটি) খাতে বিশ্বের ১২৫টি দেশের মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি করারোপ করা হয়। বিশেষ করে মোবাইল ফোন, কম্পিউটার, ডিজিটাল ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রাংশে করের হার বেশি।



বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়।

‘বাংলাদেশে তথ্য প্রযুক্তিতে শক্তিশালী বিপ্লব’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিচার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)।

এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উত্থাপন করেন পিআরআই-এর ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহম্মেদ।

একটি জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, ১২৫টি দেশের মধ্য বাংলাদেশেই সবচেয়ে বেশি আইসিটি খাতে করারোপ করা হচ্ছে।

‘চীন যেখানে এ খাতে শতকরা তিন শতাংশ করারোপ করছে, বাংলাদেশ সেখানে শতকরা ৫৮ শতাংশ কর আরোপ করছে,’ যোগ করেন ড. সাদিক।

তিনি বলেন, এ খাতে দ্বিতীয় সর্বোচ্চ করারোপ করছে তুরস্ক। বেশিরভাগ দেশে করের হার ৫ থেকে ২০ শতাংশ হলেও বাংলাদেশে তা অনেক বেশি।

প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহম্মেদ বলেন, বেশি করারোপের কারণে এ খাতে সেবার মান কমে যাওয়ার সম্ভবনা থাকে। তাই এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। কেননা এক্ষেত্রে বাংলাদেশ অনেক সাফল্য দেখিয়েছে।

সেমিনারে জানানো হয়, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ খাতে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারে ব্যাপক সম্প্রসারণ হয়েছে।

২০০৫ সালে শতকরা দশমিক ২৪ শতাংশ  মানুষ ইন্টারনেট ব্যবহার করতো। যা ২০১৩ সালে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৭৫ শতাংশে।

আইসিটি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য ইমরান আহমেদের সভাপতিত্বে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন পিআরআই-এর চেয়ারম্যান ড. জাইদি সাত্তার।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
একে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।