ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চতুর্থ প্রজন্মের হ্যান্ডসেট আনলো প্যানাসনিক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ৪, ২০১৫
চতুর্থ প্রজন্মের হ্যান্ডসেট আনলো প্যানাসনিক

ঢাকা: চতুর্থ প্রজন্মের (ফোরজি) সুবিধা সম্পন্ন প্রথম স্মার্টফোন ছাড়লো জাপানের ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যানাসনিক। ভারতের বাজারে শিগগিরই অনলাইন ও খুচরা দু’ভাবেই ক্রেতারা হ্যান্ডসেটটি কিনতে পারবেন।



প্যানাসনিক ইলুগা এল৪জি হ্যান্ডসেটটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪. ভার্সন। ৫ ইঞ্চি পর্দার হ্যান্ডসেটটি দুই সিম ব্যবহারযোগ্য।

১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসরের সঙ্গে ইলুগা এল৪জি হ্যান্ডসেটের ৠাম ১ গিগাবাইট। হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস।

এলইডি ফ্ল্যাশ সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল অটোফোকাস মূল ক্যামেরার সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। হ্যান্ডসেটটির অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৮গিগাবাইট হলেও তা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

রেডিয়েন্ট ব্লু  রঙের হ্যান্ডসেটটির ভারতের বাজারে মূল্য ধরা হয়েছে বারো হাজার ৯শ’ ৯০ রুপি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ০৪, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।