ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১১ দুর্ঘটনার শিকার গুগল স্বয়ংক্রিয় গাড়ি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মে ১২, ২০১৫
১১ দুর্ঘটনার শিকার গুগল স্বয়ংক্রিয় গাড়ি

ঢাকা: ইন্টারনেট সার্চ কোম্পানি গুগল ইনকরপোরেশন পরিচালিত স্বয়ংক্রিয় গাড়ি (self-driving car) ১১টি দুর্ঘটনার শিকার হয়েছে বলে ‍জানিয়েছেন প্রোগ্রাম পরিচালক। প্রোগ্রামের আওতায় ২০টি গাড়ি প্রায় ১৭ লাখ মাইল রাস্তা পাড়ি দিয়েছে।

  

ছয় বছরের বেশি সময় ধরে পরিচালিত স্বয়ংক্রিয় গাড়ির এ প্রোগ্রাম ১১টি দুর্ঘটনায় শিকার হলেও, কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানান পরিচালক ক্রিস উমসন।

এসব দুর্ঘটনার একটিও গুগল স্বয়ংক্রিয় গাড়ির সংঘটিত নয়, প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ব্যাকচ্যানেলের এক ব্লগে এমনটিই লিখেছেন উমসন।

তিনি বলেন, ট্রাফিক সিগন্যালে অন্তত সাতবার গুগল স্বয়ংক্রিয় গাড়িকে অন্য গাড়ি ধাক্কা দেয়। তবে উন্মুক্ত সড়কে নয়, দুর্ঘটনাগুলোর বেশিরভাগই হয়েছে শহরের রাস্তায়।

গাড়ি স্বয়ংক্রিয় হোক বা ড্রাইভার চালিত হোক, রাস্তায় বেশি সময় থাকলে দুর্ঘটনা ঘটবেই, লেখেন উমসন।

তবে আর কী ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষায় আমরা আরো পথ পাড়ি দেবো। পাশাপাশি স্বয়ংক্রিয় গাড়িটির উন্নয়নে কাজ চালিয়ে যাবো বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মে ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।