ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে এলো গুগলের ‘পিক্সেল সি’ ট্যাবলেট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বাজারে এলো গুগলের ‘পিক্সেল সি’ ট্যাবলেট

ঢাকা: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন ‘মার্সম্যালো’ চালিত পিক্সেল সি নামের অত্যাধুনিক ট্যাবলেট বাজারে এনেছে সার্চ জায়ান্ট গুগল।

ট্যবলেটটির বিশেষ আকর্ষণ হলো এর ম্যাগনেটিক (চৌম্বকীয়) কিবোর্ড, যা আলাদা করে কেনা যাবে।

কি-বোর্ডটি ট্যাবলেটের সঙ্গে চুম্বকের মাধ্যমে আটকে থাকবে এবং ব্লু-টুথের সাহায্যে যুক্ত হবে।  

মাস দুয়েক আগে ট্যাবটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলেও বুধবার (০৯ ডিসেম্বর) থেকে তা বিক্রির ঘোষণা দিয়েছে গুগল।

গুগলের নিজস্ব উদ্যোগে তৈরি পিক্সেল সি শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে এবং পরে বিশ্বের অন্যান্য দেশেও কিনতে পারবেন প্রযুক্তিপ্রেমীরা।   
 
এনভিডিয়া টেগরা এক্স ১ এসওসি প্রসেসরের ট্যাবলেটটিতে সর্বশেষ অ্যান্ড্রয়েড ভার্সন ৬.০.১ মার্শম্যালো ব্যবহার করা হয়েছে।

অ্যালুমিনিয়াম ইউনিবডিতে তৈরি এই ট্যাবের ডিসপ্লের আকার ১০.২ ইঞ্চি। ইউএসবি সাপোর্টেড এই ডিভাইসের ডিসপ্লের রেজ্যুলেশন ২৫৬০x১৮০০ পিক্সেল। যার ঘনত্ব ৩০৮ পিপিআই।

৩ জিবি র‌্যামের ট্যাবে ৩২ ও ৬৪ জিবি বিল্টিন মেমোরি স্টোরেজ পাওয়া যাবে ডিভাইসটিতে।

ট্যাবলেটটির ৩২ জিবি ভার্সনের মূল্য ধরা হয়েছে ৫০০ মার্কিন ডলার এবং ৬৪ জিবি ভার্সনের মূল্য ৬০০ মার্কিন ডলার।

এছাড়া কি-বোর্ডটি কিনতে চাইলে ক্রেতাকে গুনতে হবে আরও ১৪৯ মার্কিন ডলার।

ডিভাইসটিতে ভিডিও করা ও ছবি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা রয়েছে। আর সেলফি তোলার জন্য রয়েছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

বাংলাদেশ সময়:০৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমএইচপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।