ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক খুলে দিতে আইআইজি ও মোবাইল অপারেটরদের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ফেসবুক খুলে দিতে আইআইজি ও মোবাইল অপারেটরদের নির্দেশ

ঢাকা: ফেসবুক খুলে দিতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও মোবাইল অপারেটগুলেকে নির্দেশ দিয়েছে বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন)।

একটি বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানির একজন কর্মকর্তা বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে।

মৌখিকভাবে এ নির্দেশ দেয়া হয়েছে বলে বাংলানিউজকে জানান।

এর আগে সরকারের নির্দেশনার পর ফেসবুক খুলে দিতে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বিটিআরসি ভবনে ইন্টারন্যাশনাল ইনটারনেট গেটওয়ে (আইআইজি) ও মোবাইল অপারেটগুলোর সঙ্গে বৈঠকে বসেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমআইএইচ/আরআই

** ফেসবুক খোলার সিদ্ধান্ত, বিটিআরসিতে বৈঠক চলছে
** ফেসবুক খোলার সিদ্ধান্ত সরকারের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।