ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘জিরো আওয়ার’ থেকে অনিবন্ধিত সিম স্থায়ীভাবে নিস্ক্রিয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মে ৮, ২০১৬
‘জিরো আওয়ার’ থেকে অনিবন্ধিত সিম স্থায়ীভাবে নিস্ক্রিয়

ঢাকা: আগামী ১ জুন শূন্য ঘণ্টা শূন্য মিনিট শূন্য সেকেন্ড থেকে (জিরো আওয়ার) বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন না হওয়া সিমগুলো স্থায়ীভাবে নিস্ক্রিয় করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
 
রোববার (০৮ মে) মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চিঠি দিয়ে এ নির্দেশনার কথা জানায় বিটিআরসি।


 
একই সঙ্গে বন্ধ হওয়া সিমগুলো নতুন করে ফি দিয়ে কিনতে হবে বলে জানিয়েছে বিটিআরসি।
 
অপারেটরদের সিইওদের কাছে লেখা বিটিআরসি’র চিঠিতে বলা হয়, ৩১ মে ২৩ ঘণ্টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন হয়নি- এমন সব সংযোগ স্থায়ীভাবে নিস্ক্রিয় করা হবে।
 
সরকারের সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার জন্য অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি।
 
গত বছরের ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া কার্যক্রমে ৩০ এপ্রিল পর্যন্ত সিম পুনঃনিবন্ধনের সময় থাকলেও তা ৩১ মে পর্যন্ত এরআগে সময় বাড়ানোর কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
এদিকে, ৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিম তিন ঘণ্টা, বন্ধ রাখার কথা বলা হলেও তা হচ্ছে না বলে জানিয়েছে অপারেটরগুলো।
 
এদিন বিটিআরসি এক সভায় জানায়, ৩১ মে’র পর বন্ধ সিমগুলো চালু করতে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। বন্ধের ১৫ মাস এবং পরবর্তীতে আরও তিন মাসের মধ্যে নোটিশ দিয়ে ক্রেতা সাড়া না দিলে সিমের মালিকানা বিক্রি করতে পারবে অপারেটরগুলো।
 
এর আগে তারানা হালিম জানিয়েছেন, প্রবাসীদের সিমগুলো পরবর্তী ১৫ মাস পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এমআইএইচ/এটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।