ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা দিতে বিডিরেন-বিএসসিসিএল চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মে ১২, ২০১৬
বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা দিতে বিডিরেন-বিএসসিসিএল চুক্তি

ঢাকা: বিশ্ববিদ্যালয়গুলোতে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)।
 
বৃহস্পতিবার (১২ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে বিডিরেন’র প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম হাবিবুর রহমান এবং বিএসসিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ইউজিসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে বিতরণের জন্য বিডিরেন সাশ্রয়ী মূল্যে বিএসসিসিএল’র কাছ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ ক্রয় করতে সক্ষম হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইউজিসি সদস্য ড. আখতার হোসেন, বিএসসিসিএল এবং বিডিরেন’র কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মে ১২, ২০১৬
এমআইএইচ/জিসিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।