ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লেনোভো’র ‘পিক ইউর লাক’-এ এলইডি টিভি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, মে ১৩, ২০১৬
লেনোভো’র ‘পিক ইউর লাক’-এ এলইডি টিভি! ছবি: দিপু- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিআইসিসি মেলা প্রাঙ্গণ থেকে: মেলা মানেই অফার, উপহার, মূল্যছাড়সহ নানা আয়োজন। আর প্রযুক্তি পণ্যে এসব পেলে তো সোনায় সোহাগা।

তাও আবার বিশ্বের নামিদামি ব্র্যান্ডের পণ্যে।
 
শুক্রবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হওয়া গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলায় লেনোভোর পণ্যে এমনই নানা উপহার আর মূল্যছাড় নিয়ে হাজির হয়েছে দেশের প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।
 
বিআইসিসি’র কার্নিভাল হলে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড’র লেনোভোর স্টলে খোঁজ নিয়ে পাওয়া গেলো এসব তথ্য।
 
স্টলের কর্মীরা জানালেন, ‘পিক ইউর লাক’ নামের একটি অফার রয়েছে তাদের। যেখানে লেনোভোর ল্যাপটপ কেনার পর একটি গিফট কার্ড তুলতে বলা হবে গ্রাহককে। এরপর সেই গিফট কার্ডে স্মার্টফোন, এলইডি টেলিভিশন, প্রিন্টার, ট্যাবলেট, মাউস, টিশার্টসহ নানা উপহারের একটি মিলবে।
 
এছাড়া তাদের প্যাভিলিয়নে একটি মূল্যছাড় জোন রয়েছে যেখানে, পাঁচ হাজার থেকে ১৫ হাজার টাকা মূল্য ছাড়ে লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে পারছেন ক্রেতারা।
 
লেনোভোর কনজ্যুমার ল্যাপটপের একমাত্র ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এসব অফার নিয়ে এসেছে বলে বাংলানিউজকে জানালেন লেনোভো’র প্রডাক্ট ম্যানেজার খন্দকার খালেদ বিন আহমেদ।
 
তিনি জানান, মাত্র ২২ হাজার ৫০০ টাকায় ল্যাপটপ ক্রেতাদের কাছে নিয়ে এসেছে তারা। জি ৪০৪৫ মডেলের এ ল্যাপটপের গুণগত মান হলো ১৪ ইঞ্চি ডিসপ্লে, ২ জিবি ৠাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ডলবি মিউজিকসহ নানা ফিচার।
 
লেনেভোর স্টলে প্রবেশ করে দেখা যায়, দর্শনার্থীরা নতুন নতুন বিভিন্ন ল্যাপটপের সঙ্গে পরিচিত হচ্ছেন। অনেকেই ছাড়ে পণ্য কেনার সুযোগকে কাজে লাগাচ্ছেন। কেউ কেউ পরে কিনবেন বলে আগাম প্রস্তুতি নিতে সব তথ্য সংগ্রহ করছেন।
 
স্টলের কর্মীরা জানান, ব্র্যান্ডের ইয়োগা ৯০০ টাচ আল্ট্রাবুক এবং আইডিয়া প্যাডসহ বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে সূলভ মূল্যে। মেলা উপলক্ষে লেনোভোর কোরআই থ্রি মডেলের ল্যাপটপ পাওয়া যাচ্ছে মাত্র ২৯ হাজার ৫০০ টাকায়। যার বাজার মূল্য ৩২ হাজার টাকা। আইডিয়া প্যাড ১০০ মডেলের ল্যাপটপ এটি।
 
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ভ্যাটসহ ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারছে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এ সুযোগ পাচ্ছেন। মেলার আয়োজনে রয়েছে এক্সপো মেকার। আগামী রোববার (১৫ মে) শেষ হবে এ মেলা।

**ল্যাপটপ কিনলেই উপহার এসি, ফ্রিজ!
**প্রথম দিনেই ল্যাপটপ মেলায় উপচেপড়া ভিড়
**মেলায় শিশুদের জন্য মিনি ল্যাপটপ আনলো ‘বিজয়’
**১৯০০ টাকায় থ্রি-জি ট্যাবলেট পিসি!
**গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা শুরু
 
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৬
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।