ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বায়োমেট্রিক না করলে ১ জুন থেকে সিম বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ১৫, ২০১৬
বায়োমেট্রিক না করলে ১ জুন থেকে সিম বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৩১ মের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করলে ১ জুন থেকে তা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক ও টে‌লি‌যোগা‌যোগ প্র‌তিমন্ত্রী তারানা হা‌লিম।

রোববার (১৫ মে) সচিবাল‌য়ে কলড্রপ বিষ‌য়ে মোবাইল ফোন অপা‌রেটর‌দের প্র‌তি‌নি‌ধি‌দের সঙ্গে বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ৩১ মের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন না করলে ১ জুন থেকে তা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

**বন্ধ সিম কেনা যাবে আগস্ট থেকে

কলড্রপ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্র‌তি‌দিন এক‌টির বে‌শি কলড্রপ হ‌লে দ্বিতীয় মি‌নিট থে‌কে ক্ষ‌তিপূরণ পা‌বেন গ্রাহকরা। এক‌টির বিপরী‌তে গ্রাহক‌দের এক মি‌নিট ক‌রে কল ফেরত দেওয়া হ‌বে।

**এক‌টির বে‌শি কলড্রপ হ‌লে দ্বিতীয় মি‌নিট থে‌কে ক্ষ‌তিপূরণ

বাংলা‌দেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।