ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এয়ার এশিয়ায় ছাড় পাবেন রবি গ্রাহকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এয়ার এশিয়ায় ছাড় পাবেন রবি গ্রাহকরা

ঢাকা: এয়ার এশিয়া থেকে আর্ন্তজাতিক এয়ারলাইন সেবা গ্রহণের ক্ষেত্রে ধন্যবাদ কর্মসূচির আওতায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন রবি গ্রাহকরা।

সম্প্রতি রবি আজিয়াটা লিমিটেডের লয়েলটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং বাংলাদেশে এয়ার এশিয়ার একমাত্র অনুমোদিত জিএসএ টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর ও সিইও মোরশেদুল আলম চাকলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক একটি চুক্তি সই করেন।

চুক্তির আওতায় রবি’র প্লাটিনাম এইস, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার গ্রাহকরা ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে এয়ার এশিয়ার টিকিটে ১০ শতাংশ (বেস ফেয়ার) ছাড়সহ অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইনের সুবিধা গ্রহণ করতে পারবেন।

 ‘CAT’ লিখে ১২১৩ নম্বরে এসএমএস করে ধন্যবাদ কর্মসূচির আওতায় নিজের অবস্থান জানতে পারবেন গ্রাহকরা।

রবি’র লয়েলটি অ্যান্ড উইনব্যাক এর ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় এবং টোটাল এয়ার সার্ভিস লিমিটেড’র ডিরেক্টর আনোয়ারুল আবেদীন ও মো. আতিকুর রহমান (মাসুদ) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।