ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হলো বাংলাদেশে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মে ২৮, ২০১৬
সাইবার নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হলো বাংলাদেশে

‘বাংলাদেশ ইনফরমেশন সিকিউরিটি এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (বিআইএসইসি)’ শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হলো দেশে।

শনিবার (২৮ মে) রাজধানীর একটি হোটেলে প্রথমবার এ ধরনের আয়োজন করল সরকারের আইসিটি বিভাগ, এটুআই এবং বেসিস।

সহযোগিতায় ছিল স্পাইডার ডিজিটাল ইনোভেশনস।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এতে অংশ নিয়ে তার চিন্তাশীল বক্তব্য উপস্থাপন করেন।

সাইবার ম্যানেজমেন্ট এলাইয়েনস প্রতিষ্ঠাতা অমর সিং, বহুজাতিক আইটি ফার্ম আর্নস্ট অ্যান্ড ইয়াং কানাডার সাইবার নিরাপত্তা প্রধান ও সিওরনেক্সটের উপদেষ্টা পর্ষদের পরিচালক ফাহাদ কবির মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি নিরাপত্তা সংক্রান্ত বিশেষজ্ঞ, উপদেষ্টাদের সঙ্গে জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশে সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন সমস্যার সমাধান ও ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা অর্জনে উপায় উদ্ভাবন এবং একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে দেশীয় ও বহুজাতিক ৩৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৩০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, আর্থিক খাত বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদ ও উদ্যোক্তারা অংশগ্রহন করেন।

যাদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (এফআইইউ) প্রধান আবু হেনা মো. রাজী হাসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান, কাসপারস্কি ল্যাব ইউকে এর গ্লোবাল একাউন্ট ডিরেক্টর গভর্নমেন্ট এন্ড ফিন্যান্স জিতেন্দ্র কেরাই,  আইবিএমের ক্লাউড অ্যান্ড সাসের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা ডেভিড অ্যালেন ক্যাস, কাসপারস্কি ল্যাবের দুই মূখ্য নিরাপত্তা গবেষক সের্গেই গোলোভানভ ও লিভিউ ইতোয়াফা এবং সিটিও ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার।

দেশে বিভিন্ন খাতে সাইবার নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষকরে তথ্য ও ব্যাংকিং নিরাপত্তায় বিশেষ গুরুত্বারোপ করেন তারা।

ছিল প্রদর্শনীও।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ২৮, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।