ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিম নিবন্ধনের সময় আর বাড়ছে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মে ২৯, ২০১৬
সিম নিবন্ধনের সময় আর বাড়ছে না অ্যাডভোকেট তারানা হালিম/ ফাইল ফটো

ঢাকা: আগামী ৩১ মে’র (মঙ্গলবার) পর অনিবন্ধিত সিম পুনঃনিবন্ধনের জন্য সময় আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার (২৯ মে) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তারানা হালিম বলেন, ৩১ মে’র মধ্যে যারা সিম নিবন্ধন করতে পারবেন না, তাদের সিম ডিঅ্যাকটিভ হয়ে গেলেও সেই সিম নতুন করে কেনার জন্য দুই মাস সময় পাবেন। তবে প্রবাসী বাংলাদেশিরা সময় পাবেন ১৮ মাস।

‘তবে ৩১ মে’র পর সিম পুনঃনিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না। ’

তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকরা যদি তাদের সিম নম্বর কিনে না নেন, তবে মোবাইল কোম্পানিগুলো তা বিক্রি করে দিতে পারবে।

এখন পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম নিবন্ধিত হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তারানা বলেন, সিম রি-রেজিস্ট্রেশন সম্পর্কিত বিভিন্ন জটিলতা বিষয়ে বিটিআরসি'র সেবা নম্বরে (নম্বর ১৬১০৩) কল করেও বিস্তারিত জানতে পারবেন গ্রাহকরা।

‘এই নম্বর আঙ্গুলের ছাপ ও এনআইডি সম্পর্কিত জটিলতার সমাধান দেবে বায়োমেট্রিক করতে আসা গ্রাহকদের,’ যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, ৩১ মে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিম রি-রেজিস্ট্রেশনে বিশেষ সেবা পাবেন দেশের সিনিয়র সিটিজেনরা।

সরকারের প্রত্যাশিত ১০ কোটি সিম পুন‍ঃনিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় সবাইকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬/আপডেট: ১২৩৯ ঘণ্টা
আরএম/টিআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।