ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টেলিটক গ্রাহকরা বিকাশের মাধ্যমে পাবেন রিচার্জ সুবিধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
টেলিটক গ্রাহকরা বিকাশের মাধ্যমে পাবেন রিচার্জ সুবিধা ছবি: শাকিল - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাষ্ট্রায়ত্ত মোবাইলফোন অপারেটর টেলিটক গ্রাহকরা এখন থেকে বিকাশের মাধ্যমে এয়ারটাইম রিচার্জ সুবিধা উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে গুলশানে টেলিটক অফিসে নিজের মোবাইলফোনে ১শ’ টাক‍া রিচার্জ করে এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।



আগের একটি চুক্তি অনুযায়ী টেলিটকের গ্রাহকরা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ লেনদেন করতে পারলেও টেলিটকের মোবাইল রিচার্জ সুবিধা ছিল না।

রিচার্জ সেবা উদ্বোধনের পর টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, এই সেবার মাধ্যমে টেলিটক গ্রাহকরা সহজেই ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। রিচার্জ কার্ড ও রিচার্জ পয়েন্ট থেকে রিচার্জের পাশাপাশি এই সুবিধায় গ্রাহকদের সুবিধা হবে।

বিটিআরসি’র সর্বশেষ জুন মাসের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা ৪৪ লাখ ৯০ হাজার।

কোনো মোবাইলফোন অপারেটরকে বাড়তি কোনো সুবিধা দিতে চাই না উল্লেখ করে তারানা হালিম বলেন, আগামী এক বছরের মধ্যে টেলিটককে প্রতিযোগিতায় দাঁড় করাবো।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আহমেদ, বিকাশ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
দেশিয় কোম্পানি হিসেবে প্রত্যন্ত এলাকায় টেলিটকের ওপর সাধারণ গ্রাহকদের আস্থা রয়েছে বলে জানান বিকাশ কর্মকর্তা কামাল কাদীর।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬/আপডেট ১৫৪৩ ঘণ্টা
এমআইএইচ/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।