ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিটি ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং আড্ডা

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
সিটি  ইউনিভার্সিটিতে  প্রোগ্রামিং  আড্ডা ছবি: সংগৃহীত

কম্পিউটার  বিজ্ঞান  সপ্তাহ  উপলক্ষে  বাংলাদেশ  ওপেন  সোর্স  নেটওয়ার্ক  (বিডিওএসএন) রাজধানীর  সিটি ইউনিভার্সিটিতে আয়োজন করে  প্রোগ্রামিং  আড্ডার।

কম্পিউটার  বিজ্ঞান  সপ্তাহ  উপলক্ষে  বাংলাদেশ  ওপেন  সোর্স  নেটওয়ার্ক  (বিডিওএসএন) রাজধানীর  সিটি ইউনিভার্সিটিতে আয়োজন করে  প্রোগ্রামিং  আড্ডার।  

বিশ্ববিদ্যালয়ের  সিএসসি  ডিপার্টমেন্টের  প্রধান  সাফায়েত  হোসেনের  পরিচালনায় এতে  প্রধান  অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন  বিডিওএসএন  এর জেনারেল সেক্রেটারি  মুনির  হাসান।

প্রোগামিং  আড্ডায়  আলোচক  হিসেবে  ছিলেন  কোডেক্স  সফটওয়্যার  সলিউশন  লিঃ  এর ব্যবস্থাপনা  পরিচালক  পাভেল  সারওয়ার , বিডিওএসএন’র এসিস্টেন্ট  জেনারেল  সেক্রেটারি তানভীর সিদ্দিক, বিডিওএসএন’র  কর্ডিনেটর  মোশারফ  হোসেন টিপু।

প্রোগ্রামিংয়ের  বিভিন্ন  দিক এবং এর  দেশী ও আন্তর্জাতিক বাজার নিয়ে আলোচনা করেন তারা।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।