ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্প্লিট স্ক্রিনে ‘প্রিমো এস ফাইভ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
স্প্লিট স্ক্রিনে ‘প্রিমো এস ফাইভ’ ওয়ালটনের প্রিমো হ্যান্ডসেট

সাশ্রয়ী মূল্যে উন্নত ফিচারের স্মার্টফোন বাজারে ছাড়ার ক্ষেত্রে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন এগিয়ে। সেই ধারাবাহিকতায় স্প্লিট (বিভক্ত) স্ক্রিন সুবিধার নতুন ফোন ‘প্রিমো এস ফাইভ’ বাজারে এনেছে তারা।
 

দেশের মোবাইল ফোন গ্রাহকের মাঝে হ্যান্ডসেটটি ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদী ওয়ালটন কর্তৃপক্ষ। ‘এস ফাইভ’ স্মার্টফোনের আকর্ষণীয় স্প্লিট স্ক্রিনের সুবিধা হলো, ব্যবহারকারী আঙুলের ছোঁয়ায় নিচ থেকে ওপরের দিকে টেনে স্ক্রিন দুই অংশে ভাগ করতে পারবে।

ফলে স্ক্রিনের দুই ভাগে একইসঙ্গে দুটি অ্যাপস চালানো যাবে।

৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে এবং ২.৫ডি কার্ভড (বাঁকানো) স্ক্রিনের এই ফোনে পাওয়া যাবে আরো জীবন্ত ছবি। আর চতুর্থ প্রজম্মের কর্নিং গরিলা গ্লাস ডিসপ্লেকে আঘাত ও যে কোনো আঁচড় থেকে সুরক্ষা দেবে।

উন্নত পারফরম্যান্স নিশ্চিত করার জন্য এতে উচ্চক্ষমতার ৬৪ বিট সম্পন্ন ১.৫ গিগাহার্জ গতির কোয়াড কোর প্রসেসর আছে। স্বাচ্ছন্দ্যে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা দিতে রয়েছে দ্রুতগতির ৩ জিবি ডিডিআর-থ্রি ৠাম।

গ্রাফিক্সের জন্য মালি টি-৭২০ ব্যবহৃত হওয়ায় গেমিং হবে রোমাঞ্চকর। ভিডিও, ছবি, মিউজিক, অ্যাপসসহ অসংখ্য ফাইল সংরক্ষণের জন্য পর্যাপ্ত ৩২ জিবি ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে। এছাড়াও এটি ১২৮ জিবি পর্যন্ত বর্ধিত মেমোরি সাপোর্ট করবে।

১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ভিডিও কল ও সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর মাধ্যমে নরমাল মোড ছাড়াও ফেস বিউটি, এইচডিআর, টাইম ল্যাপস, প্যানোরমা, স্মার্ট সিন, নাইট মোড এবং জিফের মতো আকর্ষণীয় মোডে ছবি তোলা যাবে।

এস ফাইভে ব্যবহৃত ৩১৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। মিলবে। এক্সট্রিম পাওয়ার সেভিং মোড থাকায় চার্জও থাকবে দীর্ঘক্ষণ।

অ্যান্ড্রয়েড মার্সম্যালো ৬.০ অপারেটিং সিস্টেমের এই হ্যান্ডসেটে কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ইউএসবি ২, ল্যান হটস্পট, ওটিএ ও ওটিজি সুবিধা।

একটি মাইক্রো সিম এবং টু-ইন-ওয়ান (ন্যানো সিম অথবা এসডি কার্ড) সুবিধার ফোনটি থ্রিজি ও ফোরজি সমর্থন করে।
‌এছাড়া আইআর ব্লাস্টার থাকায় টেলিভিশন, এয়ারকন্ডিশনারসহ অন্যান্য হোম অ্যাপ্লায়ান্সের রিমোট কন্ট্রোলার হিসেবেও ব্যবহারের সুযোগ রয়েছে এটি।

ডাটা ক্লোনিং সুবিধার ফল পুরোনো ফোন থেকে ছবি, অ্যাপ, কনট্রাক্টস এমনকি মেসেজসহ গুরুত্বপূর্ণ ফাইল ট্রান্সফার সহজ হবে।

এগুলো ছাড়াও আরো অনেক ফিচারের সম্ভারে আসা এস ফাইভ স্মার্টফোনের দাম মাত্র ১৪ হাজার ৯৯০ টাকা। আকর্ষণীয় ডিজাইনের এই স্মার্টফোন ব্লু ও গোল্ডেন রঙে পাওয়া যাচ্ছে।

দেশের সকল ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ডেড আউটলেটে ইন্টারেস্ট ছাড়া ৬ মাসের ইএমআই সুবিধায় পাওয়া যাচ্ছে  ওয়ালটন এস ফাইভ। ১২ মাসের কিস্তি সুবিধাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।