ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তায় বাড়তি খরচ অতি সামান্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
সাইবার নিরাপত্তায় বাড়তি খরচ অতি সামান্য সাইবার নিরাপত্তায় বাড়তি খরচ অতি সামান্য/দীপু

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে ঐক্যবদ্ধ প্রয়াস চালানো প্রয়োজন। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে যে বাড়তি খরচ হয়, সার্বিক বিবেচনায় তা অতি সামান্য।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিদ্যুৎ ভবনে অবকাঠামোগত সাইবার নিরাপত্তা শীর্ষক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
 
ভারতের হলি অ্যান্ড অ্যাসোসিয়েটসের পরিচালক অং লক ইউ অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

সাইবার নিরাপত্তা কী, কেন প্রয়োজন, সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকি ও প্রতিকার এবং কেস স্ট্যাডি নিয়ে তিনি আলোচনা করেন।
 
পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন-এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস। এতে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এমআইএইচ/ এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।