ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফোর জি: ২৪ সমস্যার ২২টির সমাধান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ফোর জি: ২৪ সমস্যার ২২টির সমাধান পেপাল’র উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়

ঢাকা: চলতি বছরের মধ্যে ফোর জি (চতুর্থ প্রজন্ম) মোবাইল সেবা চালু করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, এই সেবার নিলামের জন্য ২৪ সমস্যার ২২টি সমাধান করা হয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পেপালের ‘জুম’ সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি।

ফোর জি’র জন্য গাইডলাইন অনুমোদনের পর তরঙ্গ বরাদ্দের মূল্য নির্ধারণ নিয়ে মোবাইল ফোন অপারেটরদের আপত্তি আসে।

এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে অপারেটর এবং টেলিযোগাযোগ বিভাগ।

সজীব ওয়াজেদ জয় বলেন, “আমরা আলোচনা করেছি, বিটিআরসি ও অপারেটররা ছিল। এই বছরের মধ্যে ফোর জি’র অকশন (নিলাম) করতে যাচ্ছি। ২৪টি সমস্যা ছিল, ২২টির সমস্যার সমাধান করেছি। বাকি দুটি দাম নিয়ে, দামাদামি চলছে।

আমি দাবি করেছি, এই বছরের মধ্যে শহরের মধ্যে ফোরজি চালু করতে হবে। আমরা টেক নিউট্রালিটি দিয়ে দিচ্ছি, যাতে যে কোনো সময় ফোর জি কেন ফাইভ জিও চালু করতে পারে। ”

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।