উৎক্ষেপণের অপেক্ষায় বঙ্গবন্ধু স্যাটেলাইট
ঢাকা: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বৃহস্পতিবার (১০ মে) দিনগত রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্টেশন থেকে উৎক্ষেপণ করা হবে। বাংলাদেশ সময় রাত ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিট (ফ্লোরিডার স্থানীয় সময় বিকেল ৪টা ১২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২২ মিনিট) পর্যন্ত উৎক্ষেপণ অনুষ্ঠান চলবে।
দেশের জন্য ঐতিহাসিক এ মুহূর্তটি ফ্লোরিডা থেকে বাংলানিউজের পাঠকদের সরাসরি দেখানোর আয়োজন করেছে যৌথভাবে বাংলানিউজ ও লাইভ টু ওয়েব।
মধ্যরাতের কিছু পর থেকে ঢাকা স্টুডিও থেকে সংযুক্ত থাকবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) মো. জাকির হোসেন খাঁন, বাংলানিউজটোয়েটিফোর.কম এর কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার এবং বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট ইসমাইল হোসেন।
আলোচকরা কথা বলবেন বঙ্গবন্ধু স্যাটেলাইট ও দেশের সফলতা নিয়ে।
এছাড়া টেলিফোনে সংযুক্ত থাকবেন সমকালের বিশেষ প্রতিনিধি রাশেদ মেহেদী।
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, মে ১০, ২০১৮
এমআইএইচ/এসএইচ
সৌজন্যে:
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।