প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা বলছে, তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেকেন্ডে ২০ হাজার লাইন প্রস্তুত করতে পারবে।
চীনা ভাষার নতুন এ প্রযুক্তিটির কাজের পরিধিও ব্যাপক।
বলা হচ্ছে, ভবিষ্যতে এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি সম্পূর্ণ গল্পও লিখে ফেলতে পারবে। আর এ প্রযুক্তিটির লিখিত কপি থেকে সবচেয়ে ভালো লাইনটি নির্বাচন করতে পারবে মানুষ।
এর আগে আলিবাবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চীনের স্বাস্থ্যসেবা প্রক্রিয়া নিয়ে কাজ করে। ওই প্রযুক্তিটি শহর ও গ্রামের স্বাস্থ্যসেবার পার্থক্য ও ব্যয়ের ব্যবধান কমিয়ে আনার জন্য কাজ করে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এএইচ/এনএইচটি