ফটো এবং ভিডিও শেয়ারিংয়ের এ মাধ্যমটি অপেন করলেই সবুজ ডট প্রদর্শন করে জানান দেবে আপনার বন্ধু তালিকার কে কে অনলাইনে আছে। তাতে করে যাকে আপনি বার্তা দেবেন সে অনলাইনে আছে কি-না জেনে-বুঝেই পাঠাতে পারবেন।
ইনস্টাগ্রামের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আপনার বন্ধুরা যখন ইনস্টাগ্রামে সক্রিয় বা অনলাইনে থাকবেন তখন ওই বন্ধুদের প্রোফাইল ছবির পাশে একটি সবুজ ডট দেখতে পাবেন। তবে কাজ বুঝে সেটা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। যেমন পোস্ট ডাইরেক্ট ইনবক্সের ক্ষেত্রে এক জায়গায় আবার সরাসরি বার্তা পাঠানোর ক্ষেত্রে আরেক জায়গায়। এই মুখপাত্র আরও বলেন, আপনার বন্ধু এবং অনুসরণকারীদেরই শুধু দেখতে পারবেন অনলাইনে আছে কি-না। এছাড়া আর কারও জন্য এ ফিচার কার্যকর নয়।
তিনি এও বলেন, ইচ্ছে করলে খুব সহজেই আপনি যে অনলাইনে আছেন তা টার্ন অফ করে লুকিয়ে রাখতে পারবেন। আবার যখন দরকার পড়বে সেটিংসের মাধ্যমে তা দ্রুতই ঠিক করে দিতে পারবেন।
প্রতিষ্ঠানটির সর্বশেষ এ ফিচারটি গ্রাহকদের খুব কাজে দেবে বলে আশাবাদী এ মুখপাত্র।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
টিএ