ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চালু হলো রাজউকের অনলাইন সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মে ২, ২০১৯
চালু হলো রাজউকের অনলাইন সেবা

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনলাইনে ভূমি ব্যবহার ছাড়পত্র ও নির্মাণ অনুমোদন অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজউকের প্রধান কার্যালয়ে এ অনলাইন সেবার উদ্বোধন করেন তিনি।  

একজন সেবা গ্রহীতার আবেদনের মাধ্যমে এ সেবা চালু করেন মন্ত্রী।

ফলে এখন থেকে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে এসব সেবা অনলাইনে পাওয়া যাবে। আগামী পহেলা জুন থেকে পর্যায়ক্রমে বাকি সেবা অনলাইনে অন্তর্ভুক্ত করা হবে। অনলাইনে সেবা চালুর ফলে নাগরিকদের ভোগান্তি কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।      

রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন ও মো. ইয়াকুব আলী পাটওয়ারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাজউকের সদস্য আমজাদ আলী খান ও মো. সাঈদ নুর আলম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মে ০২, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।