ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রুয়েটে প্রযুক্তিভিত্তিক আনন্দমেলা সমাপ্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
রুয়েটে প্রযুক্তিভিত্তিক আনন্দমেলা সমাপ্ত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান/ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক আনন্দমেলা ‘টেকনোক্রেসি-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে এ মেলা শুরু হয়ে শুক্রবার (০৫ জুলাই) দুপুরে শেষ হয়েছে। রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ এ আনন্দমেলার আয়োজন করে।

মেলার শেষদিন আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রুয়েটের উপাচার্য ‎প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।  

এ সময় ইসিই বিভাগের প্রধান প্রফেসর ড. শামিম আনোয়ার, আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মো. শহীদুজ্জামান, রুয়েট কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক প্রফেসর ড. আলী হোসেন, উপ-পরিচালক মামুনুর রশিদ, ইসিই বিভাগের প্রভাষক আব্দুল মতিন, মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় রুয়েট ছাড়াও দেশের ৪৯টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন প্রতিযোগী অংশ নেন। মোট ৯৬টি দলে বিভক্ত হয়ে তারা এ অংশগ্রহণ করেন। দু’দিনের এ আনন্দমেলায় রোবো ফেস্ট, প্রকল্প প্রদর্শনী, পোস্টার প্রদর্শণী, জুনিয়র আইস্টাইন ট্র্যাক অ্যান্ড অলিম্পিয়াড, গেইমিং প্রতিযোগিতাসহ বিভিন্ন কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়।

কারিগরি সেমিনারগুলোতে ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ভিসেনযো পিউরি, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনির চৌধুরী, কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেডের নির্বাহী পরিচালক কেএম মোয়াল্লেম আব্দুল মালেক, রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. অজয় কৃষ্ণ সরকার, গবেষণা ও সম্প্রসারণের পরিচালক প্রফেসর ড. ফারুক হোসেন প্রমুখ সেশান পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।