ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জামালপুর জেলা পুলিশের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
জামালপুর জেলা পুলিশের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি

জামালপুর: জামালপুর জেলা পুলিশের সঙ্গে উপায় ও গ্রামীণফোনের চুক্তি হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ট্রাফিক পুলিশ কর্তৃক দায়েরকৃত মামলার জরিমানা বিল ফিস আদায় প্রক্রিয়া ডিজিটাইজ করার লক্ষ্যে উপায় (UCB-প্রতিষ্ঠান) ও গ্রামীণফোনের সঙ্গে জামালপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের চুক্তি স্বাক্ষর হয়।

জামালপুর জেলা পুলিশের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। উপায়ের পক্ষে সাকিব আলতাফ, ডেপুটি ডিরেক্টর (বিজনেস সেলস্) ও গ্রামীণফোনের পক্ষে হেলাল উদ্দিন আহমেদ, ম্যানেজার (স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার) চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় ফকির সাইফুদ্দিন টিআই (প্রশাসন), ট্রাফিক বিভাগের সব কর্মকর্তা, উপায় ও গ্রামীণফোনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।