ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউটিউব-ফেসবুক-ইমোতে বিজ্ঞাপন, হিসাব চেয়েছে বিটিআরসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
ইউটিউব-ফেসবুক-ইমোতে বিজ্ঞাপন, হিসাব চেয়েছে বিটিআরসি

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম- গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক ও ইমোতে ডিজিটাল বিজ্ঞাপনের তথ্য চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

জাতীয় রাজস্ব বোর্ডের অনুরোধে বুধবার সব মোবাইল অপারেটর, আইএসপি অপারেটর, আইএসপিএবি, টিভ্যাস অপারেটর, এমটব, এটুপি এসএমএস এগ্রিগেটর অপারেটরকে পাঠানো হয়েছে।


 
এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশে প্রচলিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে (গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো)  বিভিন্ন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন প্রচার হচ্ছে।  

'এ পরিপ্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠান থেকে গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, অ্যামাজন, ইউটিউব, ফেসবুক, ইমো ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোনো ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল মাধ্যমে বিগত ২০২১ সালে প্রদানকৃত (জানুয়ারি থেকে ডিসেম্বর) মাস ভিত্তিতে সকল ধরনের ডিজিটাল বিজ্ঞাপনের তথ্যাদি আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিশনে পাঠাতে হবে। '

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।