লন্ডন: প্রেমিক প্রত্যাখ্যাত এক প্রেমিকা পাকিস্তানি এক বিমানে বোমা হামলার হুমকি দিলে বিমানটি সুইডেনে জরুরি অবতরণ করে।
ঘটনাটি শনিবার ঘটলেও বিষয়টি সোমবার উদঘাটিত হয়।
টরন্টো থেকে করাচিগামী পাকিস্তান এয়ারলাইনসের এক নারী বিমানযাত্রী কানাডিয়ান পুুলিশকে জানায় যে, ফাইটটিতে বোমা পেতে রাখা আছে। এর পর পরই পুলিশ বিমান থেকে ২শ ৭৩ জন যাত্রীকে নামিয়ে দিয়ে তল্লাশি চালায়।
এ ঘটনা জানার পর কানাডিয়ান পুলিশ মেয়েটির ২৮ বছর বয়সী সাবেক প্রেমিককে আটক করে। তবে তল্লাশি করে বিমানে কিছু না-পাওয়ায় পরে তাকে মুক্তি দেওয়া হয়।
প্রেমিক প্রবর বিয়ে করার জন্য তখন পাকিস্তানে যাচ্ছিলেন। এতে ক্ষিপ্ত হয়েই সাবেক প্রেমিকা এ ঘটনা ঘটায়। ব্রিটেনের ডেইলি মেইল সুইডেনের একটি পত্রিকাকে উদ্ধৃত করে এ খবর জানায়।
সুইডেনের পুলিশ কর্মকর্তা পত্রিকাটির সাথে এক সাক্ষাৎকারে জানায়, ‘প্রেমিকটি তার সাবেক প্রেমিকার সাথে সম্পর্ক করে সুখি হতে পারেনি। তার চোখে প্রেমিকাটি ছিল এক আস্ত ডাইনি। ’
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০