নয়াদিল্লি: ভারতের সুপ্রিম কোর্টে মঙ্গলবার অযোধ্যা মামলার রায়ের শুনানি শুরু হয়েছে। কমনওয়েলথ গেমসকে সামনে এ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে।
গত সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশে এলাহাবাদ হাইকোর্ট দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যা মামলার রায় স্থগিত করেন।
আলোচনার মধ্য দিয়ে সুপ্রিম কোর্টে মামলাটি নিষ্পত্তি করার আপিল করেন অবসরপ্রাপ্ত আমলা রমেশ চান্দ ত্রিপাঠি। এ আপিলের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে এলাহাবাদের উচ্চ আদালতকে মামলাটি স্থগিতের আদেশ দেওয়া হয়।
আবেদনপ্রার্থীর আইনজীবী মুকুল রোহাতগি বলেন, ‘মামলাটি মুলতবি রেখে বিরোধে জড়িত ধর্মীয় নেতাদের একসঙ্গে বসে শান্তিপূর্ণভাবে বিষয়টি নিষ্পত্তির জন্য তাদের আহ্বান করতে আমরা আদালতকে অনুরোধ করেছি। ’
উল্লেখ্য, মামলার রায় আবারও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একইসঙ্গে তা নয়াদিল্লিতে ৩-১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলেও আপিলে বলা হয়।
১৯৯২ সালে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের পর তা ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করে। এতে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন, যার অধিকাংশই ছিলেন মুসলমান।
এরপর থেকে এ এলাকায় সেনা প্রহরাসহ পুরো এলাকাটি কাঁটাতার ও লোহার বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।
হিন্দু দেবতা রামের জন্মস্থানের নিদর্শন হিসেবে তৈরি মন্দিরের কাছে মোগল সম্রাট বাবর মসজিদটি নির্মাণ করেছেন বলে হিন্দু সম্প্রদায় দাবি করে থাকে।
বাবরি মসজিদ ধ্বংস করে রামের মন্দির নির্মাণের জন্য সৃষ্ট এ সংঘাত এখনও ভারতের প্রধান বিরোধী হিন্দু জাতীয়তাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান রাজনৈতিক ইস্যু।
এ নিয়ে ২০০২ সালে গুজরাটে সংঘটিত হিন্দু-মুসলিম সহিংসতার পর কমনওয়েল গেমসের আগে আর কোনো বড় ধরনের সহিংসতা এড়ানোর চেষ্টা করছে ভারত ।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১০