ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা, তালিকায় শিল্পীরাও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা, তালিকায় শিল্পীরাও

বেশ কয়েকজন রাশিয়ান শিল্পী ও ব্যক্তিত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। স্থানীয় সময় শনিবার (৭ জানুয়ারি) দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবারের ঘোষণায় ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে অপেরা, ফিল্ম ও পপ সঙ্গীত জগতের বড় বড় নাম তালিকাভুক্ত করা হয়েছে।

তালিকায় রয়েছেন, সবচেয়ে সুপরিচিত অপেরা গায়িকা আনা নেত্রেবকো। তিনি ক্রেমলিনের খুব ঘনিষ্ঠ।

যদি গত বছরের ফেব্রুয়ারিতে নেত্রেবকো বলেছিলেন, তিনি যুদ্ধের ‘বিরোধী’।

এই তারকা বলেছিলেন, ‘আমি একজন রাশিয়ান। আমি আমার দেশকে ভালোবাসি। ইউক্রেনে আমার অনেক বন্ধু রয়েছে। এই মুহূর্তে তাদের ব্যথা ও কষ্ট আমার হৃদয় ভেঙে দেয়। ’

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন কান-সহ বিভিন্ন চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার বিজয়ী রাশিয়ান পপ তারকা ফিলিপ কিরকোরভ, অভিনেতা ও পরিচালক নিকিতা মিখালকভও।

নিষেধাজ্ঞাগুলো আগামী ১০ বছরের জন্য কার্যকর হবে বলে জানিয়েছে তাস নিউজ এজেন্সি।

ইউক্রেনীয় মিডিয়া জানিয়েছে, রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ডিসেম্বরের শেষে ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের ১৩ জন পাদ্রীর নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। তবে ওই ১৩ জনের নাম পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।