ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার অসুস্থ

শিকাগো: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মঙ্গলবার বিমানে সফর করার পর হঠাৎ করে অসুস্থ্যবোধ করেন। পরে তার স্বাস্থ্য পর্যবেক্ষনের  জন্য মেট্রো হেলথ হাসপাতালে ভর্তি করা হয়।



কার্টারের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং তিনি খুব তারাতারি কাজে ফিরতে পারবেন।

১৯৮১ সালে হোয়াইট হাউজ ছাড়ার পর থেকেই কার্টার সাধারন কাজে ব্যস্ত থাকেন।

৮৬তম জন্ম দিনের আগের দিন কার্টার হাসপাতালে ভর্তি হলেন। সম্প্রতি তার ২৬তম বই ‘হোয়াইট হাউজ ডায়েরি’ প্রকাশিত হয়েছে।

কার্টার ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক স্থাপনের আহবান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় অনিচ্ছার জন্য তিনি ইসরায়েলের সমালোচনা করেন।


বাংলাদেশ স্থানীয় সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।