ম্যাডিসন: ক্ষমতা গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মত বড় ধরনের জনসভায় অংশগ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এসময় আবারও পরিবর্তনের আশ্বাস দেন তিনি ।
উইসকনসিনে মঙ্গলবার রাতে ২৬ হাজার ৫শ’ ভক্ত, সমর্থক ও শঙ্কিত ডেমক্রেটদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পরিবর্তনের জন্য জনগণ এখন অধৈর্য এবং হতাশ, তা আমি জানি। কিন্তু এখনই হার মেনে নেওয়ার সময় আসেনি। ’
মধ্যবর্তী নির্বাচনের পাঁচ সপ্তাহ আগে ওবামা এ সমাবেশে ভাষণ দেন। এ নির্বাচনে কংগ্রেসে ডেমোক্রেটদের স্যংখ্যাগরিষ্ঠতার পরিবর্তন করাসহ ওবামার পরিবর্তনের এজেন্ডা বাস্তবায়নের পথে বাঁধা দেওয়ার আশা করছে রিপাবলিকানরা।
সমাবেশে সমর্থকদের উদ্দেশ্য করে ওবামা বলেন, ‘আমি জানি আমরা কঠিন সময় পার করছি। নির্বাচনে জয়ী হওয়ার সময়ের তুলনায় পরিস্থিতি এখন সম্পূর্ণই ভিন্ন। কিন্তু আমার এটা বলতেই হবে যে পরিবর্তন আনার জন্য আমাদের সময়ের প্রয়োজন। কেননা এটা সহজ কোনো বিষয় নয় এবং আমাদের অনেক জটিলতার সম্মুখীন হতে হবে। ’
ওবামা আরও বলেন, ‘আমরা পরিবর্তন আনতে যাচ্ছি এবং ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু এজন্য আপনাদের আমার সঙ্গে থাকতে হবে। এই প্রজন্মের জন্য পরিবর্তন আসছে। ’
সবশেষে ২০০৮ সালের নির্বাচনী প্রচারণার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ওবামা বলেন, ‘সঠিক কাজটি করার জন্য আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এটাই হচ্ছে সেই পরিবর্তন, যা আপনারা বিশ্বাস করেন। ’
নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী স্বাস্থ্য বিল পাশ করাসহ ইরাক অভিযান শেষ করার প্রক্রিয়া শুরু করলেও অর্থনৈতিক পুনরুদ্ধারে কোনো পদক্ষেপ এখনও সফল করতে পারেননি ওবামা ।
এ বিষয়টি ২ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে প্রভাব রাখবে বলে অনেক ডেমোক্রেটই আশঙ্কা করছেন।
এদিকে নতুন ওয়াল স্ট্রীট জার্নাল/এনবিসির নির্বাচনী প্রচারণায় রিপালিকানরা ৪৬ ও ডেমোক্রেটরা ৪৩ শতাংশ সমর্থন পেয়েছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২: ৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০