লস এঞ্জেলেস: অত্যধিক চাহিদার মুখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও উচ্চ তাপমাত্রার মধ্যে প্রচণ্ড দুর্ভোগের মধ্যে পড়েছেন লস এঞ্জেলসের ১১ হাজারেরও বেশি বাসিন্দা। খবর বিবিসি’র।
শহরের তাপমাত্রা একসময় রেকর্ড ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। মঙ্গলবারও শহরের কিছু অংশে ৩৮ ডিগ্রিরও ওপর তাপমাত্রা ছিলো।
এই উচ্চ তাপমাত্রার কারণেই অস্কার মনোনয়ন পাওয়া চলচ্চিত্র সম্পাদক স্যালি মেনকের মৃত্যু হয়েছে বলে অনেকে দাবি করছেন। তিনি দীর্ঘদিন পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর সঙ্গে কাজ করেন। সোমবার প্রচণ্ড দাবদাহে হাইপারথারমিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে কর্মকর্তাদের আশঙ্কা।
জাতীয় আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার জানায়, তাপমাত্রা এতোই উচ্চ পর্যায়ে পৌঁছয় যে এক সময়ের জন্য তাপমান যন্ত্র থার্মোমিটারটিও নষ্ট হয়ে যায়।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০