জেরুজালেম: বিবদমান দুই দেশের মধ্যে আয়োজিত শান্তি আলোচনা টিকিয়ে রাখতে মঙ্গলবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন মার্কিন কূটনীতিক জর্জ মিশেল। শান্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
পূর্ব জেরুজালেম ও অবরুদ্ধ গাজায় ইহুদি বসতি স্থাপন কার্যক্রম ১০ মাস স্থগিত থাকার পর গত ২৭ সেপ্টেম্বর নতুন করে শুরু করেছে ইসরায়েল।
ওয়াশিংটন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় পরিচালিত শান্তি আলোচনা চালিয়ে নিতে জর্জ মিশেল বুধবার ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু এবং বৃহস্পতিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।
নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বুধবার জর্জ মিশেলের সঙ্গে বৈঠক করবেন। আব্বাসের সঙ্গে বৈঠকের আগে জনসম্মুখে আলোচনার বিষয়ে কিছু বলতে মিশেল অস্বীকৃতি জানান।
এর আগে, শনিবার ইসরায়েলের উদ্দেশে আলটিমেটাম দিয়ে মাহমুদ আব্বাস বলেন, ‘ইসরায়েলকে অবশ্যই শান্তি অথবা বসতিস্থাপনের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। ’
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০