সান্তিয়াগো: চিলির খনিতে আটকে পড়া ৩৩ শ্রমিক দুই সপ্তাহের মধ্যে মুক্ত হতে পারেন। কর্তৃপক্ষ জানান, চুড়ান্ত পর্বের উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
মঙ্গলবার উদ্ধার অভিযান পরিচালনা দলের প্রধান আন্দ্রে সাউগারেত সাংবাদিকদের বলেন, ‘আগামী সপ্তাহে তাদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় কাঠামো দাড় করাতে পারব’।
কর্মকর্তারা সতর্কতার সঙ্গে খনন কাজ পরিচালনা করছেন বলে ও জানিয়েছেন আন্দ্রে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ক্রিস্টান বারা আশা প্রকাশ করেন, ১৫ দিনের মধ্যে কর্তৃপক্ষ আটকে পড়াদের উদ্ধার করতে সক্ষম হবেন।
কর্তৃপক্ষ আশা করছেন, কয়েক দিনের মধ্যে জার্মান থেকে একটি,মোটা তার আনা হচ্ছে। এর সাহায্যে একজন করে খনি থেকে উদ্ধার করা হবে।
৩৩ শ্রমিক ৫ আগস্ট থেকে চিলির সান জোসে খনিতে আটকা পড়ে আছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০