কলকাতা: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিএম তাদের দলীয় সদস্যদের ধর্মাচরণে বাধা দিচ্ছে। এই অভিযোগে দলটির স্বীকৃতি বাতিলের দাবিতে ভারতের নির্বাচন কমিশনে আবেদন করলেন সিপিএমের সাবেক সাংসদ কে এস মনোজ।
আজ মনোজ তার আবেদনে বলেছেন, ‘ দলের নেতা ও সদস্যদের ‘শুদ্ধিকরণ অভিযানের’ নামে প্রকাশ্যে ধর্মীয় অনুষ্ঠানে যোগ না দেওয়ার নির্দেশ দিয়েছে সিপিএম। ধর্মীয় বিশ্বাস না ছাড়লে কেউ সিপিএমের দলীয় পদে বা নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন পাবে না। ’
তিনি আবেদনে অভিযোগ করেছেন, কারও ধর্মচরণের অধিকারে হস্তক্ষেপ করে এমন নির্দেশ ভারতীয় সংবিধান অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই নির্বাচন কমিশন সিপিএমের স্বীকৃতি বাতিল করুক।
তিনি আরো বলেছেন, ধর্মাচরনে বাধা দিয়ে দলীয় সদস্য তো বটেই তাদের পরিবার পরিজনদেরও সাংবিধানিক অধিকার খর্ব করছে সিপিএম।
উল্লেখ্য, সম্প্রতি কেরলে সিপিএমের রাজ্যকমিটি নির্দেশ দিয়েছে, দল-নেতাদের পরিবারেরও কেউ মন্দির-মসজিদ-গির্জায় যেতে পারবে না।
ভারতীয় সময়: ০৯৩০ ঘন্টা, ২৯ সেপ্টেম্বর, ২০১০