ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় ভূমিধ্বসে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০
মেক্সিকোয় ভূমিধ্বসে নিহত ১৮

তাক্সতা গাতিরাজ: মেক্সিকোর দক্ষিণাঞ্চলে মঙ্গলবার পাহাড় ধসে কমপক্ষে ১৮ জন নিহত এবং ১৩ জন নিখোঁজ রয়েছে বলে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে রাজ্যের সরকারি কর্মকর্তারা জানান, মেক্সিকোর দক্ষিণাঞ্চলের চিয়াপাস রাজ্যের রিফরমা গ্রামে ভূমিধসে ১৬ জন নিহত এবং ৪ জন নিখোঁজ হয়েছেন।



সরকারি কর্মকর্তারা জানান, চলতি বছর মেক্সিকোয় সবচেয়ে ভয়াবহ ভারী বৃষ্টি হয়েছে। বিধ্বস্ত পাহাড়ী এলাকায় উদ্ধারকর্মী ও উদ্ধারকারী  হেলিকপ্টার পাঠানো হয়েছে।

ওয়াক্সাকা রাজ্যের গভর্নর ইউলিসেস রুইজ জানিয়েছিলেন, পাহাড়ের ২০০ মিটারের একটি অংশ ধসে পানিবন্দী অঞ্চলের ১০০ থেকে ৩০০ বাড়ি ভেঙ্গে যায়।

এই ঘটনার পর থেকে আক্রান্ত এলাকায় বিদ্যুৎ নেই এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।