কলম্বো: শ্রীলঙ্কার সাবেক সেনা প্রধান সারাথ ফনসেকার ৩০ মাসের কারাদণ্ডের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট রাজাপক্ষে। বৃহস্পতিবার একজন কর্মকর্তা জানান।
চাকরিরত অবস্থায় রাজনীতি করার অভিযোগ সামরিক আদালত ফনসেকাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন।
এছাড়া ডেমোক্রেটিক ন্যাশনাল এলিয়েন্স দল করার জন্য গত ১৭ সেপ্টেম্বর ফনসেকার পদবী ও পেনশন বাতিল করা হয়।
গত জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে ফনসেকা রাজাপক্ষের বিপরীতে প্রতিদ্বন্দীতা করে হেরে যান। পরাজয়ের দুই সপ্তাহ পর তাকে আটক করা হয়।
গত এপ্রিলে সংসদ নির্বাচনে ফনসেকা একটি আসনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
দীর্ঘ ৩০ বছর ধরে শ্রীলঙ্কায় জাতিগত দাঙ্গা চলছিল।
উল্লেখ্য, গত বছর মে মাসে ফনসেকার নেতৃত্বে সেনা অভিযানের মধ্য দিয়ে শ্রীলঙ্কায় জাতিগত দাঙ্গার সমাপ্তি ঘটে।
জাতিসংঘ সূত্রমতে, বিদ্রোহী তামিল টাইগার ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের শেষ মাসে কমপক্ষে সাত হাজার মানুষ নিহত হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০