কলকাতা: অযোধ্যার মামলার রায়কে স্বাগত জানিয়েছেন ভারতের রাজনৈতিক নেতৃত্ব¡ থেকে বলিউডের চিত্র তারকারা। সবাই একবাক্যে বলেছেন, আসুন আমরা সবাই এই রায়কে মেনে নিয়ে শান্তিতে বসবাস করি।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘দেশবাসীর ওপর আমার আস্থা আছে। ধর্মনিরপেক্ষতা এবং ভ্রাতৃত্বে ঐতিহ্যে বিশ্বাস আছে। ’
বিজেপি সর্বভারতীয় নেতা ও সাবক কেন্দ্রীয় মন্ত্রী লালকৃষ্ণ আদবানি বলেছেন, ‘জাতীয় সংহতির এক নতুন অধ্যায় সূচিত হল। ’
সিপিএম নেতা ও সাংসদ সীতারাম ইয়েচুরি বলেছেন, সিপাহী বিদ্রোহের আগে দুই সম্প্রদায় ওখানে প্রার্থণা করত। ওই ঐতিহ্য চলতে পারে।
মামলার প্রবীন আবেদনকারী হামিদ আনসারি বলেছেন, ‘আদালতের রায়কে স্বাগত জানাই। লড়াই কঠিন হল বলে হতাশ হবেন না।
হিন্দুত্ববাদী নেতা মোহন ভাগবত বলেছেন, ‘এটা কারও জয় বা হার নয়। সকলকে বিরোধ তিক্ততা ভূলতে আহ্বান জানাচ্ছি। ’
অন্যদিকে ভারতের শিল্পমহল থেকে এসেছে শান্তির বার্তা। ফিকির প্রধান রাজন ভারতী মিত্তাল বলেছেন, ‘সব ধর্মের মানুষের উচিত এবার শান্তি ও সম্প্রতি বজায় রাখা। ’
ব্যবসায়ীদের সংগঠন সিআইআই-ও এক বিবৃতিতে আশা প্রকাশ করে বলেছে, ‘এই সময়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং দেশে শান্তি বজায় থাকবে। ’
বলিউডের চিত্রতারকারাও এই রায়কে স্বাগত জানিয়েয়েছেন। অমিতাভ বচ্চন বলেছেন, ‘এখন এক সঙ্গে কাজ করলে আমরা শান্তির প্রতিমূর্তি হতে পারি। ’
প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, ‘রায়ের সঙ্গে একমত হোন না হোন, একটা কথা সবাই বলুন- হিংসা নয়। ’
প্রীতি জিনতা বলেছেন, ‘ঐক্য দেখিয়েছেন। ভারতবাসীকে ধন্যবাদ। ’
হৃতিক রোশন বলেছেন, ‘শান্তি বজায় রাখুন। হিংসা নয়। ’
আশ্দা ওয়ারসি বলেছেন, ‘মানবতাই আমাদের ধর্ম হওয়া উচিত। ’
বাংলাদেশ স্থানীয় সময় ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১০