দ্য হেগ: নেদারল্যান্ডসে বোরকা নিষিদ্ধের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে সংখ্যালঘু জোট দলীয় এক সংসদ সদস্য।
জোট দলীয় কট্টর মুসলিম বিরোধী সংসদ সদস্য গ্রিট উনলডারস বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে এ কথা জানান।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় নেদারল্যান্ডসে নতুন বাতাস বইবে। ’ তিনি আরো বলেন, ‘আমাদের সব দলই বোরকা নিষিদ্ধের পক্ষে। ’
মুসলিম বিরোধী সংসদ সদস্য গ্রিট উনলডারস জানান, ‘আমরা চাই, মুসলিম অভিবাসীরা যেন এ দেশে প্রবেশ করতে না পারে। ’
তিনি বলেন, ‘আমরা আর চাই না যে, এদেশে আর কোনো মসজিদ তৈরি হোক। ’
তিনি আরো বলেন, ‘আমরা চাই ইসলামীকরণ শেষ হোক। ’
এদিকে, কিশ্চিয়ান ডেমোক্রেটিক আপিল (সিডিএ) পার্টি গ্রিট উনলডারসের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছে। তারা মুসলিম অভিবাসী প্রবেশে নিষেধাজ্ঞা প্রস্তাবকে বিল আকারে আনারে ব্যাপারে দলীয় সমর্থন দেয়নি।
তবে নেদারল্যান্ডসে বোরকা নিষিদ্ধ করা হবে কি হবে না এ বিষয়ে আগামীকাল শনিবার তারা দলীয় কংগ্রেসে আলোচনা করবে।
আগামী কয়েকদিনের মধ্যে ভিভিডি ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক আপিল (সিডিএ) পার্টি নেদারল্যান্ডসে সংখ্যালঘু জোট সরকার গঠন করার উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১০