রামাল্লা: ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ফিলিস্তিনকে রাজি করাতে ব্যর্থ হয়েছেন মধ্যপ্রাচ্যে বিশেষ মার্কিন দূত জর্জ মিশেল।
গাজায় বসতি স্থাপন বন্ধের সময়সীমা বাড়ানো না হলে আলোচনায় বসবেনা বলে শুক্রবার জানিয়ে দেয় ফিলিস্তিন।
মিশেল শুক্রবার ফিলিস্তিনি ও ইসরায়েলের সঙ্গে তিন দিনের আলোচনা শেষ করেন। মূলত সেপ্টেম্বর থেকে শুরু হওয়ায় এ আলোচনার সম্ভাব্য ব্যর্থতা রোধে তিনি এ সফর করেন।
বসতি স্থাপন বন্ধের ১০ মাসের সময়সীমা আরও না বাড়ানো হলে তারা আলোচনা চালিয়ে যাবেনা বলে ফিলিস্তিন বরাবরই বলে আসছে। রোববার বসতি স্থাপন বন্ধ রাখার এ সময়সীমা শেষ হয়ে যায়।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন বলে রামাল্লায় আব্বাসের সঙ্গে বৈঠক শেষে মিশেল সাংবাদিকদের জানান।
এদিকে আলোচনা চালিয়ে নিতে মার্কিন প্রশাসনকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করা হবে বলে ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব ইরেকাত জানান।
তিনি বলেন, ‘আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টি পুরোপুরিই ইসরায়েলি প্রধানমন্ত্রীর হাতে। কারণ ফিলিস্তিনের অবস্থান এখানে খুবই পরিস্কার ও নির্দিষ্ট এবং সব ধরনের বসতি স্থাপন বন্ধ করা হলেই আলোচনা যথাযথভাবে চলবে। ’
বাংলাদেশ স্থানীয় সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০