ঢাকা : চলতি বছরের মাত্র এই কয়েক মাসে ব্রাজিলে চার জন সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত সোমবার রাতে দেশটির উত্তর-পূর্ব প্রদেশ মারানহোয়াতে রাজনৈতিক প্রতিবেদক ও ব্লগার দেসিও সাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
সাংবাদিক হত্যার এসব ঘটনায় ব্রাজিল এবং আন্তর্জাতিক মিডিয়া গ্রুপ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সব ঘটনার পূর্ণ তদন্তের জন্য ব্রাজিল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সাংবাদিক দেসিওর সহকর্মীরা জানিয়েছেন, তারা নিশ্চিত এ হত্যা তার করা প্রতিবেদনের সঙ্গে সম্পর্কযুক্ত। পত্রিকায় এবং ব্লগে রাজনৈতিক দুর্নীতি এবং ভাড়াটে খুনিদের নিয়ে লেখালেখির কারণেই তাকে হত্যা করা হয়েছে।
ও এস্তাদো দো মারানহো পত্রিকায় কাজ করতেন দেসিও। ‘ব্লগ দো দেসিও’ নামে নিজস্ব ব্লগ সাইটে পাঁচ বছর ধরে ব্লগ লিখছেন তিনি।
ওই পত্রিকার রাজ্য বিষয়ক সম্পাদক সিলভিয়া মোসকোসা বলেছেন, ‘কমপক্ষে ১৭ বছরের সাংবাদিক জীবনে তার শত্রুর তালিকা বেশ দীর্ঘ ছিল। তাদের মধ্যে অনেকে অহর্নিশি তার মৃত্যু কামনা করতো। ’
উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে প্রাদেশিক রাজধানী সাও লুইসের একটি রেস্টুরেন্টে দেসিওকে ছয় রাউন্ড গুলি করে মটরসাইকেলে করে পালিয়ে যায় দু’জন দুর্বৃত্ত।
ইন্টার-আমেরিকান প্রেস অ্যাসোসিয়েশন (এএনজে) এ ঘটনার দ্রুত এবং পূর্ণ তদন্ত করতে ব্রাজিল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর