ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, এপ্রিল ২৫, ২০১২
পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত উ. কোরিয়া

ঢাকা : তৃতীয়বারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এবং বেইজিংয়ের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে একথা জানিয়েছে।



উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে কি না- জানতে চাইলে সূত্র বলেন, ‘খুব শিগগির। পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে। ’

পরিকল্পিত পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর খবর এই প্রথম কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা আগাম নিশ্চিত করলেন। আর পরীক্ষা প্রস্তুতির আগ মুহূর্তের সব বিস্তারিতও জানিয়েছেন তিনি। তিনি ২০০৬ সালে পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর আগে যা করা হয়েছিল সে ব্যাপারে রয়টার্সকে বলেছেন।

তবে সম্প্রতি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর আবার পরমাণু অস্ত্রের পরীক্ষা নিঃসন্দেহে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পশ্চিম ও জাতিসংঘের আপত্তি সত্ত্বেও গত ১৩ এপ্রিল রকেট উৎক্ষেপণ করার জন্যই বিচ্ছিন্ন ও দারিদ্র্য পীড়িত অথচ উদ্ধত এ দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতার সম্পর্ক সৃষ্টির সুযোগ জলাঞ্জলি দিল। যদিও রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে, তারপরও সবার আপত্তি উপেক্ষা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং দেশটির অন্যতম মিত্র চীনসহ বাকি বিশ্ব নিন্দা জানিয়েছে।

সমালোচকদের ধারণা, উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের লক্ষ্য আসলে যুক্তরাষ্ট্রে হামলা করতে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রচেষ্টা একটু শানিয়ে নেওয়া। এ চেষ্টায় সফল হলে দেশটির সামরিক এবং কূটনৈতিক দর কষাকষির ক্ষমতা নাটকীয়ভাবে বদলে যাবে।

উত্তর কোরিয়া এর আগে ২০০৬ ও ২০০৯ সালে পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছে।

এদিকে, গত সোমবার উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ভাইস মার্শাল রি ইয়ং হো জানিয়েছেন, তারা এমন ধরনের ‘বহনযোগ্য অস্ত্র’ তৈরি করেছেন যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘এ অস্ত্রের এক আঘাতেই যুক্তরাষ্ট্রকে কাবু করা যাবে। ’

তবে ‘বহনযোগ্য অস্ত্র’ বলতে রি ইয়ং হো আসলে কী বুঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। এটি অতিরঞ্জিত করে বলা কি না- এমন কথাও বলছেন অনেক বিশেষজ্ঞ।

এ সন্দেহের কারণ, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মোটেও উন্নত নয় বলেই অনেকের বিশ্বাস। পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন দেশটি এখনো করতে পেরেছে বলে মনে করেন না বিশ্লেষকরা। এর প্রমাণ, সম্প্রতি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়া।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।