ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রিটেনে অর্থনৈতিক মন্দা আরো ঘনীভূত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, এপ্রিল ২৫, ২০১২
ব্রিটেনে অর্থনৈতিক মন্দা আরো ঘনীভূত হচ্ছে

ঢাকা: মন্দা থেকে উত্তরণের আগেই আবারো মন্দায় পড়ছে ব্রিটেনের অর্থনীতি। সরকারি তথ্য উপাত্তে দেখা যাচ্ছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছে।

এতে স্পষ্ট, ২০০৯ সালে প্রথম মন্দা কবলিত হওয়ার পর চলমান নাজুক অবস্থার মধ্যে আবারো মন্দার ফাঁদে পড়েছে দেশটি।

বুধবার সরকারি পরিসংখ্যান অফিস থেকে বলা হয়, গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাজ্যের সার্বিক আভ্যন্তরীণ উৎপাদন কমেছে  (জিডিপি) ০.২ শতাংশ। ২০১১ সালের শেষ প্রান্তিকে এই হার ছিল ০.৩ শতাংশ। আর পরপর দুই প্রান্তিকের ঋণাত্মক প্রবৃদ্ধি হওয়ার কারণে সরকারকে আনুষ্ঠানিকভাবে মন্দা হিসেবেই বিবেচনা করতে হবে।

প্রথম প্রান্তিকের এই নিম্নমুখী প্রবণতা অপ্রত্যাশিতই ছিল। বাজারের সার্বিক পরিস্থিতি দেখে বিশেষজ্ঞরা মনে করেছিলেন, যুক্তরাজ্যের অর্থনীতিতে যৎসামান্য হলেও প্রবৃদ্ধি হবে। তারা আশা করেছিলেন প্রবৃদ্ধি অন্তত ০.১ শতাংশ হবেই।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।