মিরানশাহ: পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত এলাকায় শনিবার মার্কিন চালক বিহীন বিমান হামলায় ৬ জঙ্গি নিহত হয়েছেন। স্থানীয় এজজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরানশাহ থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে দাতা খেল এলাকায় ওই হামলা চালানো হয়।
পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে জানান, ‘মার্কিন চালক বিহীন বিমান থেকে চারটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়। ওই হামলায় জঙ্গিদের ব্যবহৃত বাড়ি ধ্বংশ হয়ে ৬ জঙ্গি নিহত হয়েছে’।
মিরানশাহ এর দুইজন গোয়েন্দা কর্মকর্তাও হতাহতের বিষয়টি নিশ্চিত করেন ।
পাকিস্তানের সরকারি প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু সেপ্টেম্বর মাসেই পাকিস্তানে ২১টি চালক বিহীন বিমান হামলায় ১২০ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, এই অঞ্চল তালিবান এবং হাক্কানী জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১০