ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় ওমানে নিহত চার বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, এপ্রিল ২৬, ২০১২
সড়ক দুর্ঘটনায় ওমানে নিহত চার বাংলাদেশি

ঢাকা : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশের চার নাগরিক। রাজধানী মাস্কাট থেকে ১শ’ কিলোমিটার উত্তরের বারকা গোল চত্ত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে গত সোমবার।

দুর্ঘটনায় অপর একজন মারাত্মক আহত হলেও তিনি বাংলাদেশি কিনা তা জানা যায়নি।

ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কাউন্সেলর রবিউল ইসলাম এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। মাস্কাট থেকে কর্মস্থল সোহার যাওয়ার পথে বাংলাদেশিদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয় বলে জানান তিনি।

জানা গেছে, সোমবার সকালে দেশ থেকে আগত এক সহকর্মীকে বিমানবন্দর থেকে নিয়ে মাস্কাট থেকে সোহার ফেরার পথে র্মমান্তিকে এই দুর্ঘটনার শিকার হন তারা।

নিহত বাংলাদেশিদের লাশ সনাক্ত শেষে মৃতদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান কাউন্সেলর। সম্ভব হলে বিনা খরচে বাংলাদেশ বিমানের মাধ্যমে নিহতদের লাশ দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ দূতাবাস চেষ্টা চালাচ্ছে বলে এ সময় জানান তিনি।

নিহতদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, গনেশ চন্দ্র দাস, খোকন চন্দ্র দাস ও মামুন। একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতদের ওমানে কোনো আত্মীয়স্বজন নেই বলে জানা গেছে।

চালকের অসাবধানতার কারণেই বাংলাদেশিদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে পুলিশ। চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়লে গাড়িটি রাস্তার ওপর থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় আহত অপর যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময় : ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২

সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।